দ্যা লেগ্যাসি অফ্ রাম- আদি পর্ব (The Legacy of Ram- Prologue): অধ্যায়৪ ( PART4 ) - A Bengali science fiction, mystery, suspense thriller and post-apocalyptic fiction novel series by Aritra Das, the Bengali writer The Legacy of Ram: Prologue (আদি পর্ব) Part4 [দ্যা লেগ্যাসি অফ্ রাম- আদি পর্ব (প্রলগ) গল্পটির প্রথম তিনটি পর্ব প্রকাশিত হয়ে গিয়েছে, পেজে গল্পের শেষে অন্যান্য লিঙ্কগুলি পাওয়া যাবে। অবশ্যই পড়বেন] দ্যা লেগ্যাসি অফ্ রাম: আদি পর্ব- অধ্যায়৪ অধ্যায়৩ থেকে শেষের কিছুটা অংশ- -“অভিযুক্ত… দ্যূহ… অভিযুক্ত… দ্যূহ… দ্যূহ…” একটি কথাই পর্যায়ক্রমে উচ্চারণ করে চলেছে ‘মদন’! অস্পষ্টভাবে ‘ব্যূহ’ কথাটি মহর্ষির কানে শোনাল ‘দ্যূহ’। কিন্তু সেদিকে তখন মন নেই তাঁর, তিনি শুধু বিস্মিত এই ভেবে যে এই আদিম মানব দম্পতি তা হলে কথা বলতেও সক্ষম! তিনি আবিষ্ট হয়ে তাকিয়েই থাকলেন তাদের দিকে। -“বিচারকরা সকলেই আপনার জন্য অপেক্ষমান, মহর্ষি! চলুন, আর বেশি দেরি করা উচিৎ হবে না। আমি উপযাচক হয়ে এগিয়ে এসেছিলাম আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আসুন।” -“আমাকে পথ দেখান, ভগবান!” মাথা নী...
Bahujuger Opaar hote (বহুযুগের ওপার হতে...) Suspense thriller, Paranormal Story and Historical fiction by Aritra Das on Mystic Tune of Tales
বহুযুগের ওপার হতে… ©অরিত্র দাস -“রাজ-অমাত্য সৌভদ্র; স্বয়ং মহারাজের নির্বাচিত ও মনোনীত ব্যক্তি হিসেবে আপনি কি প্রস্তুত এই গুরুতর কার্যের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিতে?” -“রাষ্ট্রের প্রতি কর্তব্যপরায়ণ একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে মহারাজের আদেশ পালনে আমি বাধ্য হে মহামন্ত্রী! আপনি আদেশ করুন।” -“এটি আদেশ নয় সৌভদ্র, এটি অনুরোধ! এই দুঃসাহসিক কার্যে দুটি বিষয় রয়েছে যা আপনাকে জয় করতেই হবে। প্রথমটি- আপনার মধ্যে লুকিয়ে থাকা ভয়। অভিযান শেষে আপনি মগধে ফিরে নাও আসতে পারেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই কাজ! তাই মনস্থির করে বলুন। আপনি সরে দাঁড়াতে চাইলে তা রাজদ্রোহীতা হিসেবে পরিগণিত হবে না। দ্বিতীয়টি- আপনার ভিতরে লুকিয়ে থাকা লোভ। অনন্ত লোভ জয় করতে হবে আপনাকে। নাহলে সাধারণ্যে অপ্রকাশিত ঐ বস্তুটি আপনি আপনার ব্যক্তিগত লালসায় ব্যবহার করতে চাইলে তৎক্ষণাৎ দেবতাদের সকল অভিশাপ বর্ষণ হবে আপনার ওপর! এবারে বলুন- পারবেন তো এই দুস্তর কার্যটি করতে?” -“আপনাকে আশ্বস্ত করলাম হে মহামন্ত্রী কৌটিল্য। মৌর্য সম্রাটের বিরুদ্ধাচারণ করা, সাম্রাজ্যের বিরো...