দ্যা লেগ্যাসি অফ্ রাম- আদি পর্ব (The Legacy of Ram- Prologue): অধ্যায়৪ ( PART4 ) - A Bengali science fiction, mystery, suspense thriller and post-apocalyptic fiction novel series by Aritra Das, the Bengali writer The Legacy of Ram: Prologue (আদি পর্ব) Part4 [দ্যা লেগ্যাসি অফ্ রাম- আদি পর্ব (প্রলগ) গল্পটির প্রথম তিনটি পর্ব প্রকাশিত হয়ে গিয়েছে, পেজে গল্পের শেষে অন্যান্য লিঙ্কগুলি পাওয়া যাবে। অবশ্যই পড়বেন] দ্যা লেগ্যাসি অফ্ রাম: আদি পর্ব- অধ্যায়৪ অধ্যায়৩ থেকে শেষের কিছুটা অংশ- -“অভিযুক্ত… দ্যূহ… অভিযুক্ত… দ্যূহ… দ্যূহ…” একটি কথাই পর্যায়ক্রমে উচ্চারণ করে চলেছে ‘মদন’! অস্পষ্টভাবে ‘ব্যূহ’ কথাটি মহর্ষির কানে শোনাল ‘দ্যূহ’। কিন্তু সেদিকে তখন মন নেই তাঁর, তিনি শুধু বিস্মিত এই ভেবে যে এই আদিম মানব দম্পতি তা হলে কথা বলতেও সক্ষম! তিনি আবিষ্ট হয়ে তাকিয়েই থাকলেন তাদের দিকে। -“বিচারকরা সকলেই আপনার জন্য অপেক্ষমান, মহর্ষি! চলুন, আর বেশি দেরি করা উচিৎ হবে না। আমি উপযাচক হয়ে এগিয়ে এসেছিলাম আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আসুন।” -“আমাকে পথ দেখান, ভগবান!” মাথা নী...
A little Discussion on 'The Legacy Of Ram (লেগ্যাসি অফ্ রাম)'- Five Memorable Moments in the Bengali, Science fiction, suspense thriller story
দ্যা লেগ্যাসি অফ্ রাম- নিঃসঙ্গ যাত্রার সূচনা প্রসঙ্গে দু-চার কথা- পর্ব৪ - লেগ্যাসি সমগ্রের সেরা পাঁচটি স্মরণীয় মুহুর্ত্ত: আলোচনায় লেখক ( অরিত্র দাস ) Aritra Das on The Legacy of Ram- Five mode-changing moments এ যেন বাস্তবিক অর্থে খড়ের গাদায় সূঁচ খুঁজতে যাওয়া! এ কথা প্রথমেই স্বীকার করে নেওয়া ভাল- ‘লেগ্যাসি’ সমগ্রটির মত এতটা জটিল, ঘটনাবহুল সমগ্র এর আগে তো বটেই, এর পরেও আমার হাত দিয়ে বেরোয় নি, অন্তত এখনও অবধি। একটি উপন্যাসসমগ্র, যার প্রেক্ষাপটে একটি অপসারিত প্রজাতির শেষ সংগ্রামমুখর দিনগুলির রোজনামচা, আবার একই সাথে সেখানে উপস্থিত দর্শন ও গভীর মূল্যবোধ, সামাজিক বিধিপালন ও পারষ্পরিক সম্পর্কগুলির টানাপোড়েন। ব্যাপারটা এখানে শেষ হলেও হত, কিন্তু একই সমগ্রে আবার সম্পৃক্ত বিশ্বের অন্যান্য পৌরাণিক চরিত্রগুলি (‘অ্যাল্কমেনা-পুত্র’ বা ‘সাগরপাড়ের একচক্ষু দেবতা’ দ্রষ্টব্য), সাম্প্রতিক কিছু প্রত্নতাত্ত্বিক খোঁজ বা সন্ধান (‘বাগদাদ ব্যাটারি’ বলে পরিচিত বস্তুটিকে একটু ইন্টারনেট সার্চ করলেই পাওয়া যেতে পারে), বিলুপ্ত একটুকরো ইতিহাসকে খোঁজ করে বেরানো, প্রাচীন ভারত ও সমসাময়িক বিশ্ব...