ইক্ষকু আক্রমণের নেপথ্য কারণটি ঠিক কি ছিল? কি সেই প্রয়োজন যা একজন সম্রাটকে বাধ্য করে তাঁর করদ রাজ্য আক্রমণ করতে? সপত্নী আলাপচারীতায় উঠে আসবে বিস্তৃত বিবরণ।
The Legend of Ram- Episode3 Chapter2 |
কথনসূত্র:
পৃথিবী জয়টাই তাঁদের কাছে একটা শক্ত ব্যাপার ছিল। এর জন্য দিবারাত্র অনলস
পরিশ্রম করতে হয়েছে তাঁদের। দেবতাদের প্রযুক্তি
ও অস্ত্রের জোর রাক্ষসদের থেকে বরাবরই বেশি ছিল। কিন্তু তাঁদের জনজাতির একটা স্বাভাবিক অন্তরায় ছিল সংখ্যা। হেসে উঠলেন রাবণ নিজের মনের অজান্তেই। যারা এত রকমারি প্রজাতির সংখ্যা
বৃদ্ধি করে গেলেন তাঁরা নিজেদের সংখ্যার দিকেই নজর দেন নি তেমন!
এর ফল ভুগতে হয়েছে সাংঘাতিকভাবে। যুদ্ধক্ষেত্রে প্রথমে দানবদের নিজেদের দলে টেনে নেওয়া,
তারপর আত্মীয়তার দোহাই
দিয়ে নাগদের নিজ দলের অন্তর্ভুক্ত করা-এই কাজটা অবশ্য বড়দাই করেছিলেন,
কিন্তু এইভাবে দিনের পর দিন নিজের দলের সৈন্যসংখ্যা বৃদ্ধি
করে অতর্কিতে আক্রমণ
করে দেবতাদের ছত্রভঙ্গ
করে দেওয়ার যোজনা যে সফল হবে সেটা তিনিও ভাবতে পারেন নি। দেবতাদের ফেলে যাওয়া উন্নত যুদ্ধাস্ত্র ও ব্যোমযানগুলির ওপর গবেষণা করে উন্নততর সরঞ্জাম তৈরি করে মঙ্গল থেকেও এঁদের বিতাড়ন করা গেছে। তবে
‘অলকা’গ্রহে
অভিযান চালানো এখনও চূড়ান্ত আলোচনাধীন ও যুক্তি-তর্কসাপেক্ষ
বিষয়।
-“আপনি এখনও নিদ্রা যান নি?” – প্রশ্ন করলেন রাবণের স্ত্রী, মন্দোদরি। কখন যে লঘুপদে তিনি ঘরে প্রবেশ করলেন তা রাবণ বুঝতেও পারেন নি।
-“না। এখনও ঘুম আসে নি ভদ্রে। আপনি নিদ্রা যান নি?”
নীচের ভিডিওতে দেখুন:
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আমাদের ব্লগগুলি আপনাদের কেমন লাগছে? অবশ্যই জানান আমাদের-